ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ সদর উপজেলার চরজেল খানা এলাকায় বিভাগীয় কার্যালয় স্থাপনের জন্য সরকারের জমি অধিগ্রহণকৃত সম্পত্তি হতে হিন্দু সম্প্রদায়ের বীন ও গোয়ালাদের ভোগ দখলকৃত সম্পত্তি অধিগ্রহণ মুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন হিন্দু সম্প্রদায়ের বীন ও গোয়ালা পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ ভৌমিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সত্যজিৎ সরকার, রাজন বিন মুন্না প্রমূখ।
পরে মানববন্ধনকারীরা বীন ও গোয়ালাদের ভোগ দখলকৃত সম্পত্তি অধিগ্রহণ হতে আওতামুক্ত রাখার দাবি জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন