শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে করোনা সনদপত্র জালিয়াতি

দালাল আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনা সনদপত্র জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. কামরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত মো .আবুল হোসেনের ছেলে। গতকাল সোমবার জেলা সিভিল সার্জস অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দালাল কামরুল দীর্ঘদিন যাবৎ বিদেশগামী যাত্রীদের করোনা রিপোর্টের সনদ পজেটিভ কে নেগেটিভ করা ও দ্রুত সনদ দেয়ার কথা বলে সনদ প্রার্থীদের নিকট থেকে দশ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নিতেন।
পরে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার সকালে তাকে আটক করে পুলিশ। সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাজির জানান, করোনা সনদপত্র জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন