শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টফ রিপোর্টার, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বান্দরবান সেনাবাহিনী অসহায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সঙ্কট মোকাবেলায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তায় কর্মহীন মানুষের মাঝে গতকাল সকালে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনাবাহিনীর সদর জোন কর্তৃপক্ষ।

গতকাল সোমবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের নির্দেশে বান্দরবান ৬৯ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক পিএসসির সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান জিমনেসিয়ামে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে বান্দরবান সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি এ খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় জোন কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্যসামগ্রী সাধারণ জনগণের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বান্দরবান সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের যে কোন সাহায্য সহায়তা চলমান রেখেছেন। বিশেষ করে অনগ্রসর উপজাতিদের সাহায্যের আবেদন কে বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন। খাদ্যসামগ্রী বিতরণকালে বান্দরবান সেনাবাহিনী সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হক রাসেল, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন