শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে মহানগর পুলিশের কর্মশালা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

শিশু আইন-২০১৩’ এর আলোকে থানার ওসি এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের জন্য খসড়া গাইডলাইনের ওপর মতামত প্রদানের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সদরদফতর থেকে প্রেরিত গাইডলাইনস পর্যালোচনা করে থানার ওসিসহ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় পুলিশ কমিশনার সংশ্লি­ষ্ট সকলকে শিশু আইন-২০১৩ এবং গাইডলাইনস পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। কর্মশালায় মুখ্য সমন্বয়ক ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মো. রাসেল, গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ এনামুল হক। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর সুবীর কুমার সাহা, প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত ছাড়াও বিএমপির কর্মকর্তারা সংযুক্ত খসড়া গাইডলাইনসের ওপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কর্মশালায় বিএমপির ৪টি থানার ওসি ছাড়াও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন