শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে হাজার হাজার পানিবন্দী মানুষের কষ্টে কাঁদছে

ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৯:৪৩ পিএম

ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। কাঁদছে পানিবন্দী মানুষ। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মার পানি ৩ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আজ সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মার পানি তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।


এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে জেলা সদরসহ কয়েকটি উপজেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।


পানি বাড়ার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগ্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ। এরই সাথে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। নষ্ট হয়েছে বীজতলাসহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত।

চর মাধবদিয়া ইউনিয়নের বাসিন্দা করিমন বেগম বলেন, বন্যায় আমাদের ঘরে পানি ঢুকে পড়েছে। চুলায় আগুন জ্বালানোর মতো কোনো কায়দাই। এ জন্য শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ সহায়তা করতে আসেনি। সরকারি সাহায্য ও পাইনি।

নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিন মতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আক্তারি বেগম বলেন,
আমার বাড়ির আশপাঁশের সব বাড়ি তলিয়ে গেছে। আমার উঠোনেও পানি। এইভাবে পানি বাড়লে ভিটেমাটি ছেড়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।

ফরিদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এ বছর বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আগামী সপ্তাহ থেকে পানি কমতে শুরু করবে। তবে এখন পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের পাঁশের নিচু এলাকাগুলোত পানি উঠেছে। পানিবন্দি পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবা ৩৩৩ নম্বরে কেউ ফোন করলেও তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।


ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও ২-৩ দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে পানি আবার কমতে শুরু করবে।


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাইতো পানিবন্দীদের সহায়তায় কাজ করছে প্রশাসন।

তিনি বলেন, বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন