শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বনানীর অগ্নিকান্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর বনানী এলাকায় ১০ তলা ভবনের চারতলায় অগ্নিকান্ডের ঘটনায় মীম (১৭) ও স্বপ্না (১৬) নামে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বনানী থানার ওসি নুরে আজম মিয়া এ তথ্য জানান। বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। তিনি জানান, গত রোববার রাতে বনানী ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডের সময় প্রচন্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রোববার দিনগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়। পরে বাথরুমের ভেতর থেকে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হয়েছেন। অগ্নিকান্ডের কারণ তদন্তের পরই বলা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন