শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মালিকা ও লিনাকে হোটেলে রাখার আবেদন বাবার

জাপানি জননীর আইনি লড়াই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ভিকটিম সাপোর্ট সেন্টারে নয়-উন্নতমানের হোটেলে রাখতে আবেদন জানিয়েছেন জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা শরীফ ইমরান। তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। বাবা বাংলাদেশ বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিক শরীফ ইমরান। নিজ জিম্মায় ফিরে পেতে তাদের মা-বাবার আইনি লড়াইয়ের প্রেক্ষিতে হাইকোর্ট ইতিপূর্বে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওখানকার বিদ্যমান পরিবেশে শিশু দু’টি অভ্যস্থ নয় এবং এখানে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করে শরীফ ইমরান এ আবেদন জানান। গতকাল বুধবার বিকেলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে তাদের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলে পরবর্তীতে আদালত বসেননি। শিগগিরই এটির শুনানি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শরীফ ইমরানের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। তিনি বলেন, দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সুবিধামতো রাজধানীর যেকোনো একটি উন্নতমানের হোটেলে রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। কারণ, ভিকটিম সাপোর্ট সেন্টারের টয়লেট ও সার্বিক পরিস্থিতি তাদের সাপোর্ট করছে না। তাই আমরা আবেদনে বলেছি, হোটেলের যত ব্যয় হবে তার বাবা সেটি বহন করবেন। এছাড়া তাদের নিরাপত্তার জন্য যদি নারী পুলিশ রাখার ব্যবস্থা করতে হয় সেই খরচও তিনি বহন করবেন।

এর আগে গত ২৩ আগস্ট জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আগামী ৩১ আগস্ট দুই শিশুকে হাইকোর্টে হাজির করতে হবে। ওইদিন আদালত পরবর্তী আদেশ দেবেন। তবে আদালত উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভ‚মিকা রাখতে বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
মোহাম্মদ দলিলুর রহমান ২৬ আগস্ট, ২০২১, ২:৫০ এএম says : 0
এমন পাশান এমন মা বাবা প্রথম দেখলাম,তিন টি মেয়ের ভবিষ্যত্ চিন্তা করে না,এতই কি দুইজনের মন পাথর হয়ে গেছে।
Total Reply(0)
কালামুর রহমান আমান ২৬ আগস্ট, ২০২১, ৯:১০ এএম says : 0
দুই মেয়েকে মায়ের কাছে ফিরিয়ে দাও জাপানি মানবিক মানুষ রূপি ফেরেশতা। প্রয়োজনে বোনাস হিসেবে আরো দুটি বাচ্চা দিয়ে দাও মানুষ হবে
Total Reply(0)
Hasan Jahid ২৬ আগস্ট, ২০২১, ৯:১১ এএম says : 0
সন্তানকে দেশে নিয়ে এসে খুব ভাল কাজ করছে ইমরান ভাই, জাপানের আদালতে গেলে নিজ সন্তানের দায়িত্ব কখনোই এই ভাইকে দেওয়া হত না,গতমাসেও নিউজে দেখলাম ডিবোর্সের পর ফ্রান্সের নাগরিক সন্তানের দায়িত্ব না পেয়ে টোকিয়ো ষ্টেসনে অনশন করতেছে
Total Reply(0)
Saim Hossain Sumon ২৬ আগস্ট, ২০২১, ৯:১৩ এএম says : 0
আমার মতে সঠিক সিদ্ধান্ত হওয়া উচিত শুধু ছেলের দোষ দেখলেই হবে না মেয়েরও দোষ থাকতে পারে,,সুতরাং আসা করবো ছোট মেয়েদের ভবিষ্যৎ কথা চিন্তা করে আদালত সঠিক একটা সিদ্ধান্ত নিবে
Total Reply(0)
Hasanul Banna ২৬ আগস্ট, ২০২১, ৯:১৫ এএম says : 0
আমার বিশ্বাস জননন্দিত আইনজীবী এডভোকেট শিশির মুনির সাহেব এই মামলাতেও জয়ী হবেন ইনশাআল্লাহ।
Total Reply(0)
সিয়াম ২৬ আগস্ট, ২০২১, ৯:১৫ এএম says : 0
খুব দুঃখজনক সন্তানদের কথা চিন্তা করে হলেও দুইজন অফ যান
Total Reply(0)
Dilip Chandra ২৬ আগস্ট, ২০২১, ৯:১৬ এএম says : 0
সন্তান শুধু পিতার না মাতারও,তাই সে ন্যায্য বিচার পাবে আসা রাখি
Total Reply(0)
Nabi Newaz ২৬ আগস্ট, ২০২১, ৯:১৬ এএম says : 0
বাংলাদেশের আইন মতে পিতা সন্তানের অভিভাবক।
Total Reply(0)
Yousman Ali ২৬ আগস্ট, ২০২১, ৯:৩১ এএম says : 0
মেয়ে দুইটা বাবার কাছেই থাকবে বাবার অধিকার বেশি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন