শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রংপুরে টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

রংপুরের বদরগঞ্জে টাকা আত্মসাতের মামলায় মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এই মামলায় কারাগারে আছেন। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আয়নালের হকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একটি মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। এ অবস্থায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। আয়নাল হকের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থী।
তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে রংপুরের জেলা প্রশাসক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন