টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে একটি বিশালাকার তিমির মৃতদেহ ভেসে এসেছে।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে এ মৃত তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। এর আগে তিমির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধগলিত ছিল।”
এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।
বারবার এভাবে সৈকতে মৃত্যু তিমি ভেসে আসার বিষয়টি ভাবিয়ে তুলেছে পরিবেশ সচেতন সবাইকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন