শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আমেরিকায় জমির তথ্য গোপন চট্টগ্রামে সাদ মুসা গ্রুপের এমডির বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কেনা জমির তথ্য গোপনের অভিযোগে করা মামলায় সাদ মুসা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূরের আদালতে এ পরোয়ানা জারি হয়। মামলার বাদি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর সার্কেল-২৩ (কোম্পানিজ) এর উপ-কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ। মামলায় সাদ মুসা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীনকে (৫৭) আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করা, আমেরিকায় কেনা জমির তথ্য উল্লেখ না করা এবং সম্পদের তথ্য গোপন করে রিটার্ন দাখিলের অভিযোগ আনা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, উপ কর কমিশনার বাদি হয়ে সাদ মুসা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলাটি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বাদি উপকর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আয়কর অধ্যাদেশের তিনটি ধারা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ২০১৩-১৪ করবর্ষে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করায় আয়কর অধ্যাদেশের ১৬৪ ধারা, মার্কিন যুক্তরাষ্ট্রে কেনা জমির তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ না করা ১৬৫ ধারা এবং সম্পদ গোপন করে রির্টান দাখিল অধ্যাদেশের ১৬৬ ধারার লঙ্ঘন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন