শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা এবং মিলাদ মাহফিলের মাধ্যমে বগুড়ায় বিএনপি পালন করলো দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদরের সংসদ সদস্য জি এম সিরাজ।
এর আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়া, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়া হয়।
বাদ জোহর বগুড়ার সেন্ট্রাল মসজিদে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবার দেশ ও জাতির
জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে টিএমএসএস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও শহীদ জিয়াকে নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ।
সভায় সাবেক এমপি হেলালুজ্জামান লালু,পৌর মেয়র রেজাউল করিম বাদশা, ফজলুল বারী তালুকদার বেলাল সহ সিনিয়র নেতৃত্বের বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন