রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

মাওলানা সৈয়দ মাসউদ আর নেই

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘জামেয়া দ্বীনিয়া’ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, পশ্চিম ধরকাপন এলাকার বাসিন্দা আলহাজ্ব মাওলানা সৈয়দ মাসউদ আহমদ বুধবার দিবাগত রাতে সিলেট উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রথমে নিউমোনিয়ায় আক্রান্ত্র হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা চলাকালে পরীক্ষায় করোনা ধরা পড়ে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও ছাত্র রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা গতকাল বিকাল ৪ ঘটিকার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে পশ্চিম ধরকাপন এলাকারয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা সৈয়দ মাসউদ আহমদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন