স্টাফ রিপোর্টার: দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে চার বছর পর বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক। আগামী ১২ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বসবে এ বৈঠকটি। দলীয় সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস পর পর ‘জাতীয় কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিগত চার বছরেও তা হয়নি। ২০১২ সালের ১৩ অক্টোবর সর্বশেষ জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির গঠনতন্ত্রের ১৭(ক) ধারা অনুযায়ী, ‘প্রত্যেক সাংগঠনিক জেলা হতে একজন করে ৭০ জন, সভাপতির মনোনীত ২১ জন ও উপযুক্ত/মনোনীত ছয়জন সদস্য নিয়ে মোট ১৬৬ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি কঠিত হইবে।’ একই অনুচ্ছেদের ‘ঝ’ ধারায় বলা হয়েছে, ‘প্রতি ছয় মাসে জাতীয় কমিটির সভা অবশ্যই আহ্বান করিতে হইবে।’ দলের একটি সূত্র জানিয়েছে, আগামী সম্মেলনের মাধ্যমে জাতীয় কমিটির বৈঠকের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর অথবা আরও বেশি হতে পারে। গঠনতন্ত্র উপ-কমিটির কয়েকজন নেতা জানান, সাংগঠনিক কারণে প্রতি ছয় মাস পর পর জাতীয় কমিটির বৈঠক করা সম্ভব হয় না। তাই এ কমিটির বৈঠকের মেয়াদ এক বছর করার প্রস্তাব রাখা হবে। তবে বিষয়টি নির্ভর করছে দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন