সুবর্ণচর উপজেলার চরক্লার্কে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ২টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ নুরনবী। গতকাল ভোর রাতের দিকে চরক্লার্কে ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডে মরহুম খোরশেদ আলমের ছেলে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দিনমজুর নুরনবী রাতে হঠাৎ দেখতে পান তার বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বসত ঘর,রান্নাঘর ও গরু ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘরের সকল আসবাব ও গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই হয়ে যায়। সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে বসতঘর ও গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন