রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মানুষের পাশে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সাবেক সিটি মেয়র এম মনজুর আলম বলেছেন, করোনার শুরু থেকে মানুষের পাশে আছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ধারাবাহিকতায় করোনা রোগীদের চিকিৎসায় চালু করা হয় ৫০ বেডের আইসোলেশন সেন্টার। সেন্টারে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

গতকাল রোববার নগরীর কাট্টলীতে সেন্টারে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীন আলম, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, সাহীদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মেজবাহ উদ্দিন তুহিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন