শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বোদায় প্রতিবন্ধী ধর্ষিত। মামলা নিতে পুলিশের গড়িমসি

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পিতৃতুল্য ষাটোর্ধ বয়সের পাষ- কর্র্তৃক পঞ্চগড়ের পল্লীতে এক প্রতিবন্ধী ধর্ষিত হয়েছে। এসময় অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রামে। ধর্ষিত ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ইক্ষু ক্ষেতে ছাগাল আনতে যায়। এসময় ওঁৎ পেতে থাকা প্রতিবেশী মোঃ আব্দুর রহমান (৫০) তাকে একাকী পেয়ে একটি খালের নিকট জোরপূবর্ক ধর্ষণ করে। এ সময় তার মা মোছাঃ আসমা বেগম তার খোঁজ করতে মাঠে গেলে সেখানে তাকে বিবস্ত্র অবস্থায় দেখাতে পায়। তখন আব্দুর রহমান দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই প্রতিবন্ধীর বাড়িতে সরেজমিনে গেলে সবাই ঘটনাটি সত্যি বলে অকপটে স্বীকার করে এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করে। ধর্ষিত প্রতিবন্ধীর মা জানান,  আব্দুর রহমান ঘটনার পর এসে তার ও তার ভাসুরের নিকট ঘটনা স্বীকার করে ক্ষমা চান। এ ব্যাপারে বাড়িতে প্রতিবন্ধীর বাবাকে না পাওয়ায় প্রতিবন্ধীর চাচা ইউনুস আলী মোবাইল ফোনে জানান, আমরা এ ব্যাপারে বোদা থানায় মামলা করতে গেলে ওসি বিষয়টি এলাকায় গিয়ে আপোষ করতে বলেন। এদিকে অভিযুক্ত মোঃ আব্দুর রহমানের বাড়িতে গেলে, তার স্ত্রী-সন্তনাদি ও তার অন্যান্য সদস্যারা জানান, আমরা ওই দিন চিকিৎসার জন্য নাতনীকে নিয়ে রংপুর গিয়েছিলাম। এ বিষয়ে আমরা কিছু জানি না। এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ভুল থাকায় আমি মামলার আরজি ঠিক করে আনতে বলেছি। এক্ষুণি পাঠিয়ে দিন আমি মামলা নিচ্ছি। তবে প্রতিবন্ধীর পরিবার জানায়, আমরা মামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে থানায় মামলা না নেওয়ায় তারা কোর্টে যাওয়ার কথা জানায়। রিপোর্ট লেখা প্রর্যন্ত মামলা নেয়ার প্রস্তুতি চলছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন