শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কওমী মাদরাসার ঐতিহ্য স্বকীয়তা বজায় রেখে সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩’ আইনের খসড়া বর্তমান সময়ের আলোকে অধিকতর উপযোগী করনের লক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক গতকাল ঢাকার কাওরান বাজারে আম্বরশাহ মাদরাসা কমপ্লেক্সে কমিটির আহ্বায়ক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩ আইনের খসড়ার নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, স্বাতন্ত্র্যতা এবং স্বকীয়তা অক্ষুন্ন রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুপারিশ প্রণয়নের বিষয়ে ঐক্যমত পোষণ করেন। তারা বলেছেন, কওমী মাদরাসা, মাদরাসা শিক্ষা এবং শিক্ষার্থীদের উপকার হয় এমন কিছু আমরা প্রণয়ন করব। মিটিংয়ে দু’জন সদস্য কো-অপ্ট করা হয়। তার হলেন- তানজিমুল মাদারিস আদদিনিয়া আল কওমীয়ার চেয়ারম্যান ও ইসলামিক রির্সাচ সেন্টার বসুন্ধরার মুহতামিম মাওলানা আরশাদ রহমানি এবং সিলেট আজাদ দ্বীনি এদারায়ে তালিমের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল বছির।
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির আহবায় মাওলামা ফরিদ উদ্দিন মাসউদ, সদস্য সচিব আল্লামা মুফতি রুহুল আমীন, সদস্য আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারি, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা আরশাদ রহমানী, মাওলানা এমদাদুল্লাহ কাসেমি, মুফতি এনামুল হাসান ও মাওলানা আব্দুল বছির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন