শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আ’লীগ নেতা শাহে আলমকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শেখ আবদুস ছালাম তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে দুদক সূত্র নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে শাহে আলম মুরাদ বলেন, আমি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। দুদক সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনসহ এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠানো হয়। এর আগে শাহে আলম মুরাদের বিরুদ্ধে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছিল। মাকান গ্রুপের প্রতিষ্ঠানটির নাম ডিজনি ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেড। এর ব্যবস্থাপনার পরিচালক মোহা. শাহজাহান প্রতিষ্ঠানটি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয়, মুরাদ অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরসহ পরিচালকদের বাদ দিয়ে নিজেই কোম্পানির এমডি হয়ে গেছেন। একইসঙ্গে কোম্পানির পরিচালকদের জমাকৃত শেয়ার বাতিল করে শেয়ারের টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে তিনি ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এতটি মামলাও করেন। মামলা নম্বর: ৫/২০১৬ইং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন