শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে এক বৃদ্ধাকে দুই ডোজ টিকা প্রদান

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩৬ পিএম

রংপুরের পীরগাছায় আছিয়া খাতুন(৭৯) নামে এক বৃদ্ধাকে ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, আমার শাশুড়ি ও স্বামীসহ সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেয়া হয়। কার্ড ফেরত দেয়ার পর টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেয়া হয়েছে। আমার শাশুড়ী নিষেধ করার পরেও দ্রুত টিকা দেয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।

বৃদ্ধার ছেলে খোরশেদ আলম বলেন, মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি। তবে ডাক্তাররা বলেছেন কোন সমস্যা হবে না। এখন মাকে নিয়ে বাড়িতে ফিরেছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, পরপর দুইবার টিকা নেয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোন সমস্যা হয়নি। সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো। যেহেতু কোন সমস্যা হয়নি তাই তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন