মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুয়াকাটা সৈকতে ১ সপ্তাহের ব্যবধানে আবারো ভেসে এলো একটি মৃত ডলফিন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৮ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার দুপুরের দিকে সৈকতের তেত্রিশ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এ প্রতিনিধিকে জানায়, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। ধারনা করা হচ্ছে এটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা গেছে। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে তারা জানান।

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইলসাম সাংবাদিকদের জানান, মৃত এ ডলফিনটি সংরক্ষন করা হবে। মৃত্যুর রহস্য উদঘাটনে এটির ময়না তদন্ত করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ২ সেপ্টেম্বর সৈকতের ফরেষ্ট পয়েন্ট এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন ভেসে এসেছিলো। এনিয়ে এবছর সৈকতে প্রায় ২০ টি মৃত ডলফিন ভেসে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন