শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতালে বন্যার পানি ১৭ রোগীর প্রাণহানি

মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প, পাথরের পাহাড় ধস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট এবং অক্সিজেনের অভাবে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালটিতে বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সরকারের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, হিদালাগো রাজ্যের তুলা শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। একটি টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ১৭ জনের মৃত্যুতে আমি খুব দুঃখিত। মেক্সিকোর সামাজিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করা সংস্থা ম্যাক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির প্রধান জো রোবেলদো বলেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি বন্যার পানিতে তলিয়ে যায়। পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালটিতে অক্সিজেন সংকট দেখা দেয়। মেক্সিকোর স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের পর হাসপাতালটি থেকে ৫৬ জন রোগীকে সরিয়ে অন্য হাসপাতালে নেওয়া হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগীও ছিলেন। অপরদিকে, মেক্সিকোয় আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে আঘাত হানে এ ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন। গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে। এএফপি, রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন