মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্যাংক কাউন্টার থেকে টাকা নিয়ে পালাল যুবক

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

ময়মনসিংহ জনতা ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর ২ লাখ ৬১ হাজার ৫ শত টাকা নিয়ে পালিয়েছে মাক্স পড়া এক অজ্ঞাত যুবক।এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে জনতা ব্যাংকের ভেতরে-বাইরে।
বুধবার (৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টা ৩৪ মিনিটে এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন জনতা ব্যাংক ময়মনসিংহ কর্পোরেট শাখার এজিএম (ইনচার্জ) খন্দকার ফরিদ আহমেদ। তিনি জানান, ঘটনার সাথে সাথে ব্যাংকের গার্ড ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়েছে। তিনি আরও জানান, ওই যুবকের মুখে মাক্স পড়া ছিল। দেখতে বেশ স্মার্ট।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো: আলতাফ হোসেন(৫৬)। তিনি জানান, শম্ভুগঞ্জ কিশোর ওয়েল মিলের ২ লাখ ৬১ হাজার ৫ শথ টাকা ব্যাংকের কাউন্টারে রেখে জমা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এক অজ্ঞাত যুবক টাকার বান্ডেল গুলো নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি চুরি মনে হচ্ছে। কারণ টাকা নেওয়ার সময় কোন বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন