শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীর বসিলায় ‘জঙ্গি আস্তানা’য় র‌্যাবের অভিযান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫১ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান

এর আগে ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার ওই বাড়ি ঘিরে রাখে র‍্যাব-২। অভিযানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমও অংশ নিয়েছে।

বসিলা ব্রিজের আগে বাম পাশে একটি গলিতে সাদা রঙের ও চারতলা ভবনটির দুই তলা থেকে সকাল সাড়ে ৭টায় একজনকে বের করে নিয়ে আসা হয়।

ঘটনাস্থলের আশপাশের এলাকা নিরাপত্তা জোরদার করে র‌্যাব সদস্যরা। এলাকায় যান চলাচল বন্ধ এবং স্থানীয়দেরও ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন