শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পার্বতীপুরে বিন বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৯ এএম

শ্যামল বাংলা গ্রীন প্রকল্প ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে পার্বতীপুর পৌরসভার সকল মহল্লাকে বর্জ্য মুক্ত রাখতে ১০ লাখ ৮০ টাকার ১৮০টি বিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্কিং গ্রুপের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ল্যাম্ব অপারেশন ডিরেক্টর স্বপন পাহান। বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট ম্যানেজার স্টুয়ার্ড সুভেন্দু খান ও প্যানেল মেয়র-২ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও পৌরসভা ৯টি ওয়ার্ডের ওয়ার্কিং কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ এবং কাউন্সিলরগণসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ধরনের বিন দেয়া হয়। প্রধান অতিথি স্বপন পাহান বলেন, আমরা পার্বতীপুর পৌরসভাকে বর্জ্যমুক্ত এবং সবুজ করে গড়ে তুলতে তিন বছরের একটি প্রকল্প হাতে নিয়েছি। এবং ইতোমধ্যে এর উল্ল্যেখযোগ্য ফলাফলও লক্ষ্য করা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন