বগুড়ায় কলিন্স কসমেটিকস নামে একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে র্যাব-১২।
গতকাল বৃহস্পতিবার শহরের নারুলী এলাকার কারখানাটিতে দুপুর ১২টায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়। এ ঘটনায় কোম্পানির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এবং র্যাব-১২ বগুড়া-এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। অভিযান শেষে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এছাড়া অনেক পণ্যের মোড়কে তারা উৎপাদন তারিখ দিয়ে রেখেছে ২০২২ সাল। যেগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে বলেও জানান তিনি। এছাড়া কলিন্স কসমেটিকসের মালিক আব্দুল মমিন কলিন্সকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন