শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ ও কবি রফিক আজাদের পাশে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদকে দেখতে গেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সোমবার দুপুরে মন্ত্রী বিএসএমএমইউ’র ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন কবি রফিক আজাদ এবং ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন সাংবাদিক আলতাফ মাহমুদের শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে বিএসএমএমইউ’র ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএমএ মহাসচিব প্রফেসর ডা. ইকবাল আর্সলান, সার্জারী অনুষদের ডিন প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়াসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে রফিক আজাদের ব্রেইন স্টোকের পরে তাঁকে বারডেম হাসপাতাল ও ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকালে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। ঘাড় ও মেরুদÐে তীব্র ব্যাথা নিয়ে আলতাফ মাহমুদ বিএসএমএমইউতে ভর্তি হন। ঘাড়ের ব্যাথার পাশাপাশি তিনি হৃদরোগ, ডায়াবেটিস, স্নায়ু সংক্রান্ত জটিলতায় ভুগছেন। আগামী বৃহস্পতিবার তাঁর মেরুদÐে অস্ত্রোপাচার করা হবে।
শেরেবাংলা মেডিকেলে নিয়োগ অনিয়মে ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্বরত প্রফেসর ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল। ডা. ফারুক নিয়োগ কমিটির সভাপতি, ডা. শহিদুল সদস্য সচিব এবং আব্দুল জলিল সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন