খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন করে আসছেন। পার্বত্যঞ্চলের বিদ্যুৎ ব্যবস্হার উন্নয়নে গত এক দশক ধরে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা উন্নয়ন সাধন করে আসছেন।
শনিবার(১১ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যাঙছড়ি মারমা পাড়ায় মুজিব শত বর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া নির্মিত ঘর হস্তান্তর , বিদ্যুৎ লাইন উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ব্যাঙছড়ি মারমা পাড়ার সংযোগ সড়কে গার্ডার ব্রিজ এর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী , রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর, ইউপি সদস্য সজিবুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের সভাপতি শৈয়লাচিং মারমা।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন