শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় মাত্র ২ জনের মৃত্যু, ৫৩ জন শনাক্ত সিলেটে, জনমনে স্বস্তি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪০ পিএম

কমছে শনাক্ত ও মৃত্যু সংখ্যা সিলেটে। এতে স্বস্তি দেখা দিয়েছে জনমনে। গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৫৩ জন সিলেটে। এ সময়ে মৃত্যু ঘটেছে ২ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় মারা গেছেন২ জন করোনা রোগী। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১২৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জনসহ সিলেট মারা গেছেন ৯৩৩ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জের। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও ৭ জন শনাক্ত হন হবিগঞ্জে। ৮১৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ৬ দশমিক ৪৯। গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন ও গতকাল ১০ সেপ্টেম্বর ৬৭ জন শনাক্ত হয়েছিলেন করোনা রোগী। সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ৪৬৮৬ জন সহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৬৬ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬১৯৫ জন, মৌলভীবাজারের ৭৯৫১ জন ও ৬৫৬৫ জন রয়েছেন হবিগঞ্জের। এদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৩০৬ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৮৬ জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন সিলেটের বিভিন্ন হাসপাতালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন