অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে নয়টি প্রতিষ্ঠানকে আইএসও ৯০০১ঃ২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১ঃ২০০৪ (এনভায়রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ২২০০০ঃ২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ প্রদান করা হয়েছে। গতকাল তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এ সব প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক। আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স রতনপুর স্টীল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম), মেসার্স আলপাইন ফ্রেশ ওয়াটার সিস্টেম লিমিটেড, মেসার্স ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট, মেসার্স এশিয়ান পাওয়ার, মেসার্স মেসার্স বিডি ফুডস লিমিটেড ও মেসার্স ইমামী বাংলাদেশ লিমিটেডের অনুকূলে কোয়ালিটি ব্যবস্থাপনার উপরে আইএসও ৯০০১ঃ২০০৮ এবং মেসার্স হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স ইগলু ফুডস লিমিটেডের অনুকূলে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ২২০০০ঃ২০০৫ সনদ প্রদান করা হয়। এছাড়া মেসার্স আরএকে সিরামিকস লিমিটেডের অনুকূলে পরিবেশ ব্যবস্থাপনার উপর (আইএসও ১৪০০১ঃ২০০৪) সনদ প্রদান করা হয়। এ সময় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সনদ প্রদান অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক বলেন, পণ্যের মান সনদের পাশাপাশি বিএসটিআই একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করে আসছে। উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ তত বেশি উন্নত হবে। পণ্য এবং সেবার দিক থেকে দেশে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ রকম আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের পণ্য ও সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে পারবো। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএসটিআই মহাপরিচালক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন