শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড কর জটিলতা নিরসনে কেসিসি ও খুলনা চেম্বারের যৌথ সভা

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : আদর্শ কর তফসিল-২০১৬ এর আওতায় ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড কর সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের সাথে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত মঙ্গলবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস। সরকার কর্তৃক সাইনবোর্ড কর বৃদ্ধির প্রেক্ষিতে তা আদায়ে সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কেসিসির সাবেক মেয়র কাজী আমিনুল হক বলেন, ব্যবসায়ীগণ কর দিতে রাজি আছেন।
কিন্তু মাত্রাতিরিক্ত কর চাপানো হলে তা বহন করা ব্যবসায়ীদের পক্ষে দুরূহ হয়ে পড়ে। সভায় উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, গোপী কিষাণ মুন্ধরা, পরিচালক মোঃ আজিজুর রহমান, আবুল বাসার পাটওয়ারী, মোঃ সিরাজুল হক, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এসএম ওবায়দুলাহ, মোস্তফা কামাল পাশা, দিপক দাস, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মোঃ শওকত আলী লস্কর, ট্রেজারার ডা. এমএ হান্নান, খুলনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শ্যামল হালদার, জুয়েলার্স মালিক সমিতির কর্মকর্তা শংকর কর্মকার, অশোক কুমার আদ্য, বড়বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এমএ মতিন পান্না, খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল তুহিন, কেবল অপারেটর এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, খুলনা শপিং কমপ্লেক্সের সভাপতি দেলোয়ার হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান, সম্মিলিত ব্যবসায়ী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ মাসুদ আলী নিলু, বাংলাদেশ হার্ডওয়ার মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েত কবীর ডন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন