ছাগলনাইয়ার গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্র। বিজিএমই’র পরিচালক, ফ্যাশন পাওয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, শিল্পপতি মিজানুর রহমান নয়নের উদ্যোগে এবং তার অর্থায়নে শুভপুর ইউনিয়নের হাজারী পুকুর এলাকায় উক্ত স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। গত শনিবার রাতে চিকিৎসা কার্যক্রমে উদ্বোধন ও মতবিনিময় করেন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মিজানুর রহমান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ওশিন এয়ার ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী জাফর উদ্দিন, ব্যবসায়ী এনামুল হক এনাম, নুরুল আমিন, ডা. আবদুর রশিদ ও নুর উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন