কিশোরগঞ্জের নিকলী হাওরে গত শুক্রবার ভ্রমণে এসে সন্ধ্যায় নিখোঁজ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী (১৯৯৫-৯৬ সেশন) সৈয়দ যাহেরুর রহমান সাগর। এদিকে নিখোঁজের দুইদিন পর হাওর থেকে ভাসমান অবস্থায় সাগরের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিখোঁজের দুইদিন পর গতকাল রোববার উপজেলার ঘোরাউত্তরা নদীর উত্তর পাড়ে ছাতিরচর গ্রামের শুলাবাড়িয়ার চরে সাগরের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে পুলিশকে সংবাদ দেয় জেলেরা। খবর পেয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনাস্থলে পরিদর্শন করেন। ইনচার্জ মো. সামছুল আলম বলেন, সাগরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, সাগরের জন্মস্থান যশোর জেলায়। সাগর পরিবারসহ ঢাকার বসুন্ধরায় বসবাস করতেন। ঘটনার দিন বিলাল মাঝির নৌকায় নিকলী থেকে মিঠামইন ও অট্রগ্রাম যায়। সন্ধায় অট্রগ্রামের ভাত শালা হাওরে মাগরিবের নামাজ পড়ে নৌকায় উঠে। প্রায় ১ ঘণ্টা পর নিকলীর পোড্ডায় এসে গাড়িতে উঠার সময় তারা দেখেন সাগর নেই। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে স্থানীয়দের নিয়ে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালায় পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন