অসংখ্য গানের স্রষ্টা বাউল শাহ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১২ সেপ্টেম্বর)। মৃত্যুবার্ষিকীতে কিংবদন্তীতুল্য এই শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দে মায়া লাগাইছে, আগে কী সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, আমি কুলহারা কলঙ্কিনীসহ বহু গানের এই স্রষ্টাকে শ্রদ্ধাঞ্জলী জানান অগণিত ভক্তরা। অনেকেই তার গানের জনপ্রিয় লাইনগুলো লিখে স্মরণ করেছেন।
শাহ আব্দুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বাউল সম্রাট।
দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সংগীত সাধনার শুরু ছোট বেলা থেকেই। তখন থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে। তার গান ও সুরধারা কোটি তরুণসহ সব স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। ভাটি অঞ্চলের সুখ-দুঃখ তুলে এনেছেন গানে। নারী-পুরুষের মনের কথা ছোট-ছোট বাক্যে প্রকাশ করেছেন আকর্ষণীয় সুরে।
ফেসবুকে বাউল সম্রাটকে স্মরণ করে অ্যাডঃ আলতাফ হুসাইন লিখেছেন, ‘‘বাউল সম্রাট শাহ আবদুল করিম এর আজ ১২তম মৃত্যুবার্ষিকী। বিনম্র শ্রদ্ধা,, শাহ আবদুল করিম বাংলা বাউল গানের একজন কিংবদন্তী শিল্পী যার গান মাটি মানুষের কথা বলে, যার গান আবহমান বাংলার মানুষের মুখে মুখে কাল থেকে কালান্তরে চলে আসছে। সেই বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আবদুল করিম আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। কিন্তু তার সৃষ্টি করা অসংখ্য গান সংগীত প্রেমিদের মুখে মুখে এখনো আগের মতোই শোভা পাচ্ছে।’’
নাজমুর খান টিটু লিখেছেন, ‘‘বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর বাউল গানের এই সুর মহাজন অন্তিম ইহলোক ত্যাগ করেন। তার অনুপস্থিতি বাংলার মানুষ কখনোই উপলব্ধি করবে না, যতদিন গানে গানে বেজে উঠবে আগে কি সুন্দর দিন কাটাইতাম, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, রঙের দুনিয়া তরে চাই না’র মত অসাধারণ কিছু গান। গানে গানেই বেঁচে থাকুন কালনী পাড়ের এই শিল্পী। আমরা সুজানগরবাসী পরিবারের পক্ষ থেকে গুরুর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’’
এ এম রুহেল লিখেছেন, ‘‘বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। কেন পিরিতি বাড়াইলারে বন্ধু /বন্ধে মায়া লাগাইছে/আসি বলে গেল বন্ধু আইলনা/তোমরা কুঞ্জ সাজাও গো/রঙের দুনিয়া / পিরিত ভালোনা সখি তোরা প্রেম করিওনা/আমার মাটির ও পিঞ্জিরায় সুনার ময়নারে/গান গাই আমার মনরে বুঝাই /বসন্ত বাতাসে সইগো /আমি কুলহারা কলঙ্কিনী/আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা/আগে কি সুন্দর দিন কাটাইতাম/গাড়ি চলেনা চলেনা সহ প্রচুর বিখ্যাত গান বাউল শাহ আবদুল করিমের সৃষ্টি।’’
শ্রদ্ধা জানিয়ে জোনায়েদ হাইদার লিখেছেন, ‘‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিবো তর মন আমার আপন ঘরে বাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি! বাংলা লোকগানের কালজয়ী মহাপুরুষ বাউল সম্রাট#শাহ_আব্দুল_করিম এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি!’’
শের মোহাম্মাদ লিখেছেন, ‘‘মহান গুনীমান্যি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা রইল। পরপারে ভালো থাকুন এই দোয়া করি।’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন