শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় হিমাগার মালিকের প্রতারনার শিকার আলু ব্যবসায়ী সোহরাব

বগুড়া | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৯ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবস্থিত নিউ আফরিন কোল্ড স্টোরেজের মালিক খলিলুর রহমান ওরফে খলিল হাজি এক আলু ব্যবসায়ীর দেড়কোটি টাকার আলু বিক্রি করে আত্মসাৎ করেছেন।

২ সপ্তাহ আগে ওই অভিযোগ এনে বিপাকে পড়েছেন ধুনট উপজেলার আলু ব্যবসায়ী সোহরাব হোসেন সরকার। প্রথমে তিনি অভিযোগ নিয়ে শাজাহানপুর থানায় মামলা করতে গেলে খলিল হাজি লোক মারফত সমঝোতার প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী গত ৫ সেপ্টেম্বর বগুড়ার হোটেল নাজ গার্ডেনে হিমাগার মালিক সমিতির
নেতারা ক্ষতিপুরন হিসেবে খলিল হাজি ৭৫ লাখ টাকা ক্ষতি পুরনের নির্দেশ দেন। এই শালিস বৈঠকের পরদিনই টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েও সোমবার দুপুর পর্যন্ত টাকাতো দেনইনি খলিল হাজি, উপরন্তু শাজাহানপুরের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দিয়ে তিনি হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সোহরাব সরকার।
বগুড়ার বড় ৩টি হিমাগার মালিকের এই ধরনের প্রতারনার ঘটনায় আলু ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে হিমাগার মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, তাদের শালিসে খলিল হাজি ৭৫
লাখ টাকা ক্ষতি পুরনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এখন সেটা ভঙ্গ করলে প্রতারিত ব্যক্তি মামলা করতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন