মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মোতালেব শিকদার, মো. নজরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ ভুঁইয়া, মো. ওয়ালীউল্লাহ ওরফে বাবু, সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুস ছাত্তার, মো. আশিক, মো. আমজাদ হোসেন রাজন, মো. মনির ও মো. রিয়াজুল।
র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সংঘবদ্ধ একটি চক্র মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করে আসছে। তাদের কাছ থেকে চোরাইকৃত ১৮টি আইবীম যার ওজন ৪০ টন। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, নগদ ৪ লাখ ২৩ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা পরষ্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসঠে। তারা ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও আরো গুরুত্বপূর্ন প্রকল্পের আইবীম, অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির ঘটনার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন