শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) হালাল পণ্যের সনদ দেবে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য প্রক্রিয়া বা সেবার জন্য হালাল সনদ দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি এক হাজার টাকা, যা মাঝারি শিল্পে তিন হাজার ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা। বলা হয়েছে, কোনো প্রক্রিয়াজাত দ্রব্যের গায়ে বা লেবেলে অথবা প্রক্রিয়া বা সেবার অনুকূলে হালাল মার্ক ব্যবহারের উদ্দেশে সনদের জন্য বিএসটিআই’র নির্ধারিত ফরমে সংস্থাটির মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। সনদ দেওয়া হবে তিন বছরের জন্য। মেয়াদ শেষে নবায়নের আবেদন করা যাবে। সনদ দেওয়ার আগে বিএসটিআইয়ের হালাল নিরীক্ষা দল সবকিছু যাচাই করবে। এরপর হালাল সনদ কমিটি বিএসটিআইয়ের কাছে সুপারিশ করবে। বিএসটিআই সন্তুষ্ট হলে সনদ দেবে। কোনো শর্তের ব্যত্যয় হলে বিএসটিআই পরে হালাল সনদ স্থগিত বা বাতিল করতে পারবে।  

সনদের জন্য আবেদন করার সময় প্রতিষ্ঠান ও কারখানার নাম-ঠিকানা, ব্র্যান্ড ও পণ্যের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারী স্বয়ং এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক, অংশীদার বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিষ্ঠানের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে। 

ইসলামি শরিয়াহ মোতাবেক গ্রহণযোগ্য প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রক্রিয়া বা সেবাকে ‘হালাল’ বলে সংজ্ঞা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

 

nvjvj c‡Y¨i mb` †`‡e weGmwUAvB

A_©‰bwZK wi‡cvU©vi : wkí gš¿Yvj‡qi AvIZvaxb ms¯’v evsjv‡`k ÷¨vÛvW©m A¨vÛ †Uw÷s Bbw÷wUDkb (weGmwUAvB) nvjvj c‡Y¨i mb` †`‡e| m¤cÖwZ wkí gš¿Yvjq G wel‡q GKwU cÖÁvcb Rvwi K‡i‡Q|

 

cÖÁvc‡b ejv nq, cÖwµqvRvZ `ªe¨, cÖmvab mvgMÖx, Ilya I Ab¨vb¨ cÖwµqv ev †mevi Rb¨ nvjvj mb` †`Iqv n‡e| ÿy`ª wk‡í mb` ev bevqb wd GK nvRvi UvKv, hv gvSvwi wk‡í wZb nvRvi I e„nr wk‡íi †ÿ‡Î cuvP nvRvi UvKv| ejv n‡q‡Q, †Kv‡bv cÖwµqvRvZ `ª‡e¨i Mv‡q ev †j‡e‡j A_ev cÖwµqv ev †mevi AbyK‚‡j nvjvj gvK© e¨env‡ii D‡Ï‡k mb‡`i Rb¨ weGmwUAvBÕi wba©vwiZ di‡g ms¯’vwUi gnvcwiPvjK eivei Av‡e`b Ki‡Z n‡e| mb` †`Iqv n‡e wZb eQ‡ii Rb¨| †gqv` †k‡l bevq‡bi Av‡e`b Kiv hv‡e| mb` †`Iqvi Av‡M weGmwUAvB‡qi nvjvj wbixÿv `j mewKQz hvPvB Ki‡e| Gici nvjvj mb` KwgwU weGmwUAvB‡qi Kv‡Q mycvwik Ki‡e| weGmwUAvB mš‘ó n‡j mb` †`‡e| †Kv‡bv k‡Z©i e¨Z¨q n‡j weGmwUAvB c‡i nvjvj mb` ¯’wMZ ev evwZj Ki‡Z cvi‡e| 

 

mb‡`i Rb¨ Av‡e`b Kivi mgq cÖwZôvb I KviLvbvi bvg-wVKvbv, eª¨vÛ I c‡Y¨i bvg BZ¨vw` D‡jøL Ki‡Z n‡e| e¨w³i †ÿ‡Î Av‡e`bKvix ¯^qs Ges cÖwZôv‡bi †ÿ‡Î gvwjK, Askx`vi ev cÖwZôv‡bi e¨e¯’vcbv cwiPvjK ev cÖwZôv‡bi c‡ÿ ÿgZvcÖvß e¨w³i ¯^vÿi _vK‡Z n‡e|

 

Bmjvwg kwiqvn †gvZv‡eK MÖnY‡hvM¨ cÖwµqvRvZ `ªe¨, cÖmvab mvgMÖx, Ilya Ges Ab¨vb¨ cÖwµqv ev †mev‡K ÔnvjvjÕ e‡j msÁv †`Iqv n‡q‡Q cÖÁvc‡b|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন