শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিদেশি পিস্তলসহ ‘জামাই রাসেল’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গতকাল ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, গত সোমবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফয়েজ আহমেদকে তল্লাশি করে স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন