শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তনু হত্যার কঠিন বিচার হলে খাদিজার উপর হামলা হতো না ইসলামী নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খাদিজার উপর হামলাকারী বদরুলের কঠোর এবং দ্রæত বিচার দাবি করেছেন খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।
খেলাফত মজলিস
খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগের ছাত্র নামধারীরা সর্বত্র নৃশংসতা চালাচ্ছে। সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ নেতা বদরুলের পৈশাচিক হামলার তার সর্বশেষ নজির। তিনি বদরুলের কঠোর এবং দ্রæত বিচার দাবি করেন।
গতকাল বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ ।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন বলেছেন, তনু হত্যার বিচার হলে খাদিজা আক্রান্ত হতো না। তিনি বলেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক অপরাধ বেড়েই চলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন