মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কন্যামতি বালারহাট এলাকায় গঙ্গাধর নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি সদস্য শাহাজামাল প্রমূখ। বক্তারা নদের তীরে বাঁধ নির্মাণের দাবি করেন।
বন্যার পানি নামার সাথে সাথে ইউনিয়নটির উত্তরে গঙ্গাধর নদ এবং দক্ষিণে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়েছে। গত একমাসে ইউনিয়নটির বালাবাড়ি, কন্যামতি গ্রামের ২ শতাধিক বাড়ি ভাঙনে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে আকবর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি মসজিদ, স্থাপনা গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদের গর্ভে চলে গেছে। হুমকিতে আছে কন্যামতি বাজার, নারায়ণপুর বাজারসহ বহু স্থাপনা ও হাজার হেক্টর আবাদি জমি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন