স্টাফ রিপোর্টার : দু’মাস আগে ৮ আগস্ট রাজধানীর ঢাকার ৫৪, পুরানা মোগলটুলি থেকে বেরিয়ে আজও বাড়ি ফিরে আসেনি ইব্রাহিম (১৯)। নিজ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে রাজি না হওয়ায় অভিভাবকের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সঙ্গীতশিল্পী ইব্রাহিম। সুললিত কণ্ঠের অধিকারী ইব্রাহিমের ইসলামী সঙ্গীত ইউটিউব ও ফেসবুকে রয়েছে। দওনৎধযরস নরহ অুরস’ নামে সার্চ দিয়ে তার সঙ্গীত শোনা যাচ্ছে। পিতা আজিম উদ্দীন তার সন্তানকে খুঁজে পেতে সহযোগিতার জন্য ইব্রাহিমের ভিডিও দেখে চেনার আবেদন জানিয়েছেন। একই সাথে তার সন্ধান পেলে ০১৭৯৩৯৯৯৭৬৫ বা ০১৯২৪৭৩১৩৩৩ মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন