গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, সাঈদ সেখের ছেলে ও ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র রবিউল সেখ (৭) এবং ইসমাইল সেখের ছেলে ইমন সেখ (৬)।
স্থানীয় ইউপি মেম্বর চুন্নু মেম্বর জানান, গতকাল বিকালে রবিউল ও ইমন খেলতে খেলতে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। ওই ঘটনার কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের খুজতে শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান তোরাপ আলী মÐল জানান, মর্মান্তিক ওই ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন