সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে জন্ম নেয়া জোড়া লাগানো দুই কন্যাকে সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হল। গত বৃহস্পতিবার গাইবান্ধা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শিশু দু’টিকে তার মা-বাবাসহ ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানে বাচ্চা দু’টির অস্ত্রোপচার করা হবে। গত ২৯ সেপ্টেম্বর উপজেলার ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী শাহিদা বেগম তার পিতা কাশদহ গ্রামের শহিদ মিয়ার বাড়িতে স্বাভাবিকভাবেই যমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন। শিশু দু’টির সবই ঠিক থাকলেও শুধু কোমড়ের নিচে উরুতে জোড়া লাগানো। শাহিদা বেগম এর আগে আরও একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার বয়স বর্তমানে ৫ বছর। যমজ বাচ্চা দু’টির পিতার তেমন সামর্থ্য ছিল না অস্ত্রোপাচার করার। কিন্তু তারা খুব খুশি ছিল। প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ভীর করে বাচ্চা দু’টিকে দেখার জন্য। অবশেষে সরকারি ব্যবস্থাপনায় বাচ্চা দু’টির অস্ত্রোপাচারের ব্যবস্থা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন