শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউনাইটেড এয়ারসহ ১৮ কোম্পানির জন্য সুখবর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ইউনাইটেড এয়ারসহ তালিকাভুক্ত ১৮টি কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ১৮ কোম্পানিকে ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে স্থানান্তর করা হবে। এতে কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা শেয়ারগুলো সহজে লেনদেন করতে পারবেন। গত বৃহস্পতিবার বিএসইসি কোম্পানিগুলোকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন করার নির্দেশনা জারি করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হতে যাওয়া ১৮ কোম্পানি হলো- বাংলা প্রসেস ইন্ডাষ্ট্রিজ, ড্যান্ডি ডাইং, ডায়নামিক টেক্সটাইল, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাষ্ট্রিজ, মোনা ফুড, পারফিউম ক্যামিকেল, পেট্রো সিনথেটিকস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাশেম সিল্ক, কাশেম টেক্সটাইল, রাসপিট ইঙ্ক, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট, শ্রীপুর টেক্সটাইল এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন