শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেফতার

শত কোটি টাকা আত্মসাৎ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বিভিন্ন ব্যাংকের প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ব্যবসায়ীকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেফতার হোসাইন হায়দার আলী নগরীর জুবিলী রোডের মেসার্স জুবলী ট্রেডার্সের মালিক। কোতোয়ালী থানার একটি টিম শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোতোয়ালী থানার ওসি মো. নেজামউদ্দিন বলেন, হায়দার আলী বিগত ১২ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে করলে এসব মামলায় আদালত প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করেন। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানাধীন হওয়ায় উক্ত গ্রেফতারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। তাকে গ্রেফতারের মাধ্যমে কোতোয়ালী থানায় ১০টি গ্রেফতারি পরোয়ানা তামিল হয় বলেও জানান ওসি।

পুলিশ জানায়, তিনি বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করেন। কিন্তু সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানান। সে বাড়িতে পরিবারসহ বসবাস এবং বিলাসবহুল জীবনযাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন