রাজধানীর পল্টন জিরো পয়েন্ট মোড়ে মুরগী বোঝাই ব্যাটারি চালিত ভ্যান উল্টে জয়নাল আবেদিন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভ্যানে করে মুরগি আনা-নেয়ার কাজ করতেন। গত শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
নিহতের সহকর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, তারা কাপ্তানবাজারে মুরগী আনা নেয়ার কাজ কাজ করেন। রাতে জয়নাল ব্যাটারিচালিত তিন চাক্কার ভ্যানে করে মুরগী নিয়ে তেজগাঁও তিব্বত এলাকায় যায়। সেখান থেকে ফেরার সময় জিরো পয়েন্টে ইউটার্ন নিতে গেলে ভ্যান উল্টে নিচে পরে গুরুতর আহত হন জয়নাল। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যা তিনি। নিহত জয়নালের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়, বাবার নাম সোবহান সরদার। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন