রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণ, নিহত ৭

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৯ এএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলে শনিবার পাঁচটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। তালেবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। তালেবান এই হামলার জন্য আইএসকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

জালালাবাদের চার বিস্ফোরণে অন্তত পাঁচজন এবং কাবুলে অন্তত দুজন নিহত হয়েছে।
আর কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই দুজন নিহত হয়।

তালেবানের একটি সূত্র আল জাজিরাকে জানায়, জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণগুলো আইএসআইএল-কে-এর কাজ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটল।

আফগানিস্তানে নানগারহারের রাজধানী জালালাবাদ হচ্ছে ইসলামিক স্টেট গ্রুপের প্রাণকেন্দ্র। এই দল আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় ১০০’রও বেশি মানুষের প্রাণহানি হয়।

তালেবান আগস্টের মাঝামাঝি প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় ফিরে আসে। তারা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ পিক-আপ ট্রাক, যার উপর সাদা তালেবান পতাকা দেখা গেছে এবং চারপাশে ধ্বংসস্তূপ রয়েছে এবং সশস্ত্র যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে দেখছে।
সূত্র : আল জাজিরা ও ভয়েস অব আমেরিকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Msnjurul Alam ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৬ পিএম says : 0
এগুলা সমস্ত ইন্ডিয়ার উসকানিতে হচ্ছে কারণ এত বড় পরাজয় ইন্ডিয়া মেনে নিতে পারছে না পৃথিবীর আর কোন রাষ্ট্রের এত বড় সমস্যা হয় নাই এমনকি আমেরিকা পর্যন্ত তাদের টাকা-পয়সাও অস্ত্রশস্ত্র ফেলে রেখে তালেবানের হাতে দিয়ে চলে গেছে কিন্তু ইন্ডিয়া যে প্রলাপ শুরু করেছে তাতে বুঝায় যায়
Total Reply(0)
Shahriar Tarek ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
এটা ষড়যন্ত্রের অংশ। তবে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী । ইনশাআল্লাহ তিনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকারীদের কখনোই সফল হতে দেবেন না।
Total Reply(0)
Mohammad Manik ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
তালেবানদের উচিত দেশের সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা তাহলে এ সমস্যা হবেনা।
Total Reply(0)
Rofiq Ahmad Nomane ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
সরকার প্রধানের এ মুহুর্তে করণীয় দেশে চিরুনি অভিযান চালিয়ে সকল প্রকার অবৈধ অস্এ উদ্ধার করা, এবং সর্বএ সেনাবাহিনী দ্বারা কড়া পর্যবেক্ষণ করা। জনগনের নিরাপত্তার প্রতি সোচ্চার হওয়া।
Total Reply(0)
Mijan Bin Saeed ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
যারা তা লিবদের সন্ত্রাসী বলতো তারা এখন বলুক কারা এই সন্ত্রাসী কাজ গুলো করছে?!
Total Reply(0)
Mijan Bin Saeed ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
যারা তা লিবদের সন্ত্রাসী বলতো তারা এখন বলুক কারা এই সন্ত্রাসী কাজ গুলো করছে?!
Total Reply(0)
Khaled Shaifullah ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৮ পিএম says : 0
তা লে বা ন দের প্রশ্নবিদ্ধ করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র এই হামলা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন