সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোল্লা ভোট বর্জন করেছেন। নৌকার প্রার্থী ও সমর্থকরা মারপিট করে নির্বাচনী এজেন্টদের বের করে দেয়াসহ তার বুকে অস্ত্র ধরে হত্যার হুমকি দেওয়ায় তিনি ভোট বর্জন করেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রফিকুল ইসলাম তার নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষনা দেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, সকালে তার নির্বাচনী এজেন্টদের মারপিট বের করে দেয়া হয়েছে। কেন্দ্রের ব্যালট বাক্স দখল করে নৌকা প্রতীকে সীল মেরে নেওয়া হয়েছে। আমার বুকে প্রকাশ্যে অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এছাড়া, সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাঁধাগ্রস্ত করছে নৌকার প্রার্থীর লোকজন। তিনি বলেন, নৌকার প্রার্থীর নির্যাতন অত্যাচারে টিকে থাকতে না পেরে ভোট বর্জন করলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন