শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাটখিলে অপহৃত ছাত্রী ৯ দিন পর উদ্ধার

গ্রেফতার ১

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

চাটখিল উপজেলা থেকে অপহরণের ৯দিন এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সময় অভিযুক্ত অপহরনকারীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাখায়েত হোসেন ওরফে জিহাদ উপজেলার লামচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৪নম্বর ওয়ার্ড থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে পুলিশ। চাটখিল পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদরাসার সামনে রাস্তার উপর থেকে জিহাদ নামে এক যুবক দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার সকাল সাড়ে ৯টায় চাটখিল পৌরসভার ৪ নম্বর ওর্য়াড থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
নোয়াখালী পুলিশ পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতারকৃত দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন