শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে আসতে হবে : ডা. শাহাদাত

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে এগিয়ে আসতে হবে। না হলে দেশ তাঁবেদারী রাষ্ট্রে পরিণত হবে। গত শুক্রবার নগরীর পশ্চিম বাকলিয়া ধনীরপোল এলাকায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফরম পূরণ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. শাহাদাত বলেন, গণতন্ত্রহীন একটি দেশ এভাবে চলতে পারে না।
সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে মজবুত করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি ভেঙে দিয়ে প্রতিটি ওয়ার্ডে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের মাধ্যমে মাসব্যাপী বিএনপির সদস্য ফরম ফরণের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সদস্য ফরম পূরণের সময় শেষে সদস্য কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতা নির্বাচিত হবে। তারাই ওই ওয়ার্ডে নেতৃত্ব দেবে।
১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক এ কে এম জাফরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, ওমর ফারুক, খোরশেদ আলম, মুহাম্মদ শহীদুল্লাহ শাহজাহান, শামসুল হক, মোঃ মহসিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, ইসমাইল বাবুল, আব্দুর রহিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন