শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি সফর : সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কুটনৈতিক সংবাদদাতা : জার্মানী সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মুহাম্মদ আলী। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ের। জার্মানীর পররাষ্ট্র ভবনে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও জার্মানীর মধ্যকার দ্বিপাক্ষিক বিবিধ বিষয়ে আলোচনা হয়। পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়াতে উভয় দেশের আর্থ-সামাজিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে একমত হন তারা। এ সময় দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে জার্মানীর উষ্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে এই গভীর সম্পর্ককে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়। স¤প্রতি বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন তালিকায় বাংলাদেশের অগ্রগতির বিষয়টিকে আলোকপাত করে জার্মানী থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন